অনলাইন থেকে লোন নিতে চাচ্ছেন কিন্তু অনলাইন মোবাইল লোন নেওয়ার নিয়ম জানেন না। তাহলে আজকের পোস্ট থেকে অনলাইন থেকে মোবাইলের মাধ্যমে লোন নেওয়ার সঠিক নিয়ম জেনে নিন।
বর্তমান সময়ে ব্যাংকে গিয়ে লোন নেওয়ার আগ্রহ সবার থাকে না। কারণ ব্যাংক থেকে লোন উত্তোলন করতে অনেক কাগজপত্র জমা দিতে হয়। এছাড়া ব্যাংক থেকে লোন নিতে নূন্যতম ১৫ থেকে ২১ দিন পর্যন্ত সময় লাগে।
তবে মোবাইলের মাধ্যমে অনলাইন লোন নিতে এতো কাগজপত্র ও সময়ের প্রয়োজন নেই। তাই চলুন, অনলাইন মোবাইল লোন বাংলাদেশ সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেওয়া।
অনলাইন মোবাইল লোন বাংলাদেশ ২০২৪
বিশ্বের অন্যান্য দেশের মতোই বাংলাদেশেও অনলাইন মোবাইল লোন সিস্টেম চালু হয়েছে। দেশের বিভিন্ন ব্যাংকিং প্রতিষ্ঠান অনলাইন মোবাইল লোন চালু করলেও সবচেয়ে নিরাপদ ও নির্ভরযোগ্য হচ্ছে বিকাশের মাধ্যমে লোন নেওয়া।
বর্তমানে সিটি ব্যাংক বিকাশ মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে দেশের প্রথম অনলাইন মোবাইল লোনের সিস্টেম চালু করেছে। একজন বিকাশ গ্রাহক চাইলে বিকাশ থেকে ৫০০ টাকা হতে ৩০ হাজার টাকা পর্যন্ত লোন নিতে পারবে।
তবে এক্ষেত্রে বিকাশের কিছু শর্ত রয়েছে। যাইহোক বিকাশ থেকে মোবাইলের মাধ্যমে কিভাবে লোন পাওয়া যায় তা সম্পর্কে আরো বিস্তারিত জানতে পোস্টটি শেষ পর্যন্ত পড়ুন।
বিকাশ থেকে লোন নেওয়ার যোগ্যতা
- বিকাশ মোবাইল ব্যাংকিং এর নিয়মিত গ্রাহক হতে হবে;
- বিকাশ অ্যাপ দিয়ে অনলাইনে পেমেন্ট, পে বিল, অ্যাড মানি করতে হবে;
- বিকাশ অ্যাপের মাধ্যমে নিয়মিত প্রচুর টাকা লেনদেন করতে হবে।
বিকাশ থেকে লোন নেওয়ার নিয়ম
- বিকাশ থেকে লোন নেওয়ার জন্য প্রথমে বিকাশ অ্যাপ এ লগইন করবেন;
- তারপরে, হো মেন্যু থেকে লোন/Loan অপশনে ক্লিক করুন;
- এবার, Get Loan অপশনে ক্লিক করে লোনের টাকার পরিমাণ দিবেন;
- এরপরে Accept বাটনে ক্লিক করুন;
- অতঃপর, বিকাশের পিন নাম্বার দিয়ে ট্যাপ করে ধরে রাখলেই লোনের টাকা একাউন্টে জমা হবে।
এভাবেই মূলত বিকাশ থেকে মাত্র কয়েক মিনিটে লোন নিতে পারবেন। তবে আগেই বলেছি, বিকাশ লোনের কিছু শর্তাবলী আছে।
কেউ ইচ্ছা করলেই বিকাশ থেকে লোন নিতে পারবে না। আপনি যদি বিকাশের লোন পাওয়ার যোগ্য হন তাহলে এমনিতেই লোন নিতে পারবেন। আর যদি বিকাশ থেকে লোন পাওয়ার অযোগ্য হন। তাহলে লোন নেওয়ার সময় দুঃখিত লেখা আসবে।
বিকাশ লোন কারা পাবে?
বিকাশ লোন সম্পূর্ণ বিকাশের উপর নির্ভর করে। তাই আমি আপনি ইচ্ছা করলেই বিকাশ থেকে লোন নিতে পারব না। বিকাশ থেকে লোন নেওয়ার জন্য বিকাশের একজন নিয়মিত গ্রাহক হতে হবে।
বিকাশ অ্যাপের মাধ্যমে নিয়মিতভাবে অনলাইনে কেনাকাটা, পে বিল, অ্যাড মানি করতে হবে। এছাড়া বিকাশ অ্যাপ দিয়ে ক্যাশ আউট, ক্যাশ ইন ও সেন্ড মানি করতে হবে।
শেষ কথা
আশা করি, বিকাশ থেকে অনলাইন মোবাইল লোন নেওয়া নিয়ম জানতে পেরেছেন। এছাড়া আজকের পোস্ট সম্পর্কে কোন প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন।
FAQ
মোবাইল দিয়ে কিভাবে লোন নেওয়া যায়?
মোবাইল দিয়ে বিকাশ অ্যাপের মাধ্যমে সহজেই লোন নিতে পারবেন।
বিকাশ থেকে কত টাকা লোন নেওয়া যায়?
বিকাশ থেকে সর্বনিম্ন ৫০০ টাকা থেকে সর্বোচ্চ ৩০,০০০ টাকা পর্যন্ত লোন নেওয়া যায়।
কত টাকা লেনদেন করলে বিকাশ লোন দেয়?
আসলে এটা বলা খুব কঠিন। কারণ এটা সম্পূর্ণ বিকাশের উপর নির্ভর করে।
বাংলা টেক ওয়েবসাইট। সকল টেকরিলেটেড তথ্য নির্ভূল ও সবার আগে পড়তে নিউ বঙ্গ আইটির সাথেই থাকুন।
Leave a Reply